
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ২৩:২৪

বোরকা ও হিজাব পড়ে স্কুলে ঢোকার কারণে শিক্ষক দ্বারা লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাজধানীর পীরেরবাগ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সাথে এমন ঘটেছে। সেই ছাত্রীর নাম সানজিদা আক্তার হ্রিদি। হ্রিদি ঘটনার বর্ন্না দিয়ে বলেন- সাদা হিজাব, নীল বোরকা ও সাদা জুতা পড়ে (ইউনিফর্ম রঙ অনুযায়ী) স্কুলে ঢোকার পর স্কুল এর একজন শিক্ষক তাকে বেত দিয়ে আঘাত করে এবং তাকে বিভিন্ন রকমের কথা বলে স্কুল থেকে বের করে দেয়। হিজাব বোরকা পরে নাকি স্কুল যাওয়া যাবেনা। তারপর সানজিদা আক্তার বাসায় এসে ঘটনাটি তাঁর মাকে জানায়। সানজিদার মা প্রধান শিক্ষক (রমেশ কান্তি ঘোষ) এর সাথে কথা বলতে স্কুলে যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব