চানাচুরের প্যাকেটে ৫ হাজার ইয়াবাঃ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২০শে জুলাই ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ন
চানাচুরের প্যাকেটে ৫ হাজার ইয়াবাঃ পাচারকারী আটক

চানাচুরের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ইয়াবাসহ মোঃ সালাহ উদ্দীন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে রামু ক্রসিং থানা হাইওয়ে পুলিশ।শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা জানারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ভোলা জেলার লালমোহন থানার কালমা এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।

রামু ক্রসিং থানা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুজাহিদুল ইসলাম জানান, কক্সবাজার সরকারী কলেজের সামনে নাম্বারবিহীন একটি সিএনজি তল্লাশীকালে যাত্রী মোঃ সালাহ উদ্দীনের হাতে থাকা চানাচুরের প্যাকেটে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এসআই জামাল হোসেনের নেতৃত্বে তল্লাশি চালানো সিএনজিটি কক্সবাজারমুখি ছিল।আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম।

ইনিউজ ৭১/এম.আর