টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় যমুনা নদীর পানি বিদপসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গত ১৮ জুলাই বৃস্পতিবার সন্ধ্যা সাতটায় টাঙ্গাইলের ভূঞাপুরের টেপিবাড়ী (মলাদহ) এলাকায় ভুঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে যায়। সড়কের বিভিন্ন পয়েন্টে লিকেজ দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে ইতিমধ্যে সেনাবাহিনি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার এবং পানি উন্নয় বোর্ডের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, পানির চাপ বেশি থাকায় বাধেঁর বিভিন্ন স্থানে লিকেহ হচ্চিল।
এসব লিকেজ মেরামত করা অবস্থায় গতরাতে বাঁধের টেপিবাড়ি এলাকায় ভেঙ্গে যায়। এখন পরযন্ত ৬০ মিটারের বেশী অংশ ভেঙ্গে গেছে। ভাঙ্গা অংশে বালির বস্তা ফেলে পানির প্রবাহ বন্ধ করা হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ও স্থানীয় প্রশাসনের সহায়তায় মেরামত কাজ শুরু হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। ইতিমধ্য যমুনার পানি জেলার কয়েকটি উপজেলার লোকালয়ে প্রবেশ করে। নতুন করে বন্যা কবলিত হয়েছে এসব এলাকা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।