"মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। দিবসটি উপলক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায়, হিজলা মৎস্য অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষের সামনে এসে শেষ হয়। উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোম এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভায় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোস্টগার্ড সিসি কাওসার আহমেদ, নৌপুলিশের আই,সি মোঃ মামুন, প্রেসক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইকোফিস প্রকল্পের এফ,এম মোঃ নাসির উদ্দিন, মৎস্য জীবিদের পক্ষে ইব্রাহিম মোল্লা সহ অনেকে। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।