
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ৫:১৩

বাংলাদেশের জনশক্তি রফতানির জন্য নতুন ও সম্ভাবনাময় বাজার হতে পারে রাশিয়া। দেশটির ক্রমবর্ধমান শ্রমবাজারে কর্মী পাঠাতে এরইমধ্যে সম্ভাবনা যাচাই করছে সরকার। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল রাশিয়া সফর করেছেন। দেশটিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় নতুন শ্রমবাজার চালুর আগে বেশি কিছু বিষয়ে উদ্যোগী হতে হবে। আইনি কাঠামোতে দুই দেশের মধ্যে চুক্তি করতে হবে। তবে এজন্য সময় প্রয়োজন। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজার সম্প্রসারণের জন্য গত ২০১৫ সালের ২৫ জুন রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শ্রম উইং খোলা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব