
প্রকাশ: ১৯ জুন ২০১৯, ২৩:৪৮

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে পিরোজপুরে বুধবার দুপুরে(সারে বারোটা) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। পিরোজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ননী গোপাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় জানানো হয় যে, আগামী ২২ জুন পিরোজপুর সহ সারাদেশে প্রথম রাউন্ড টিকা প্রদান কর্মসূচি পালিত হবে।
পিরোজপুরের ১৩৭৬টি কেন্দ্রে একযোগে ১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। পিরোজপুর জেলার ৭ উপজেলা ও ২ পৌরসভার ১৬২টি ওয়ার্ডে ২৭৫২ জন মাঠকর্মী এ টিকা প্রদান করবে। ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারী, এফডবিøউএ সিএইচসিপি এবং স্বেচ্ছাসেবকরা শিশুদের টিকা খাওয়াবে।
পিরোজপুরের সিভিল সার্জন অফিসের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা এর বাস্তবায়নে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সকল পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ জুন এই টিকা প্রদান করা হবে। পিরোজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান এ কর্মসূচি শতভাগ সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব