বরিশালের আগৈলঝাড়ায় ১১শ পিছ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন জানান, ‘মঙ্গলবার রাতে মাগুরা চৌ-রাস্তা মোর থেকে গৌরনদী থানার সুন্দরদী গ্রামের মৃত ইফনুছ শরীফের পুত্র দুলু শরীফকে ১১শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানাজায়, দুলু শরীফ(দুলাল শরীফ) চিহ্নিত একজন মাদক বিক্রেতা। এর আগেও সে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন মঙ্গলবার রাতেই মামলা করেন। গ্রেপ্তারদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।