পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা মঙ্গলবার সকালে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক ইমরান হাওলাদার (২১)কে গ্রেপ্তার করে। ওই কিশোরী বর্তমানে সাত মাসের অন্তসত্বা। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধর্ষক ইমরানের।
এক পর্যায়ে ইমরান কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করলে কিশোরী অন্তসত্বা হয়ে পড়ে। কিশোরী বিষয়টি ইমরানকে জানালে তিনি বিয়ে করতে টালবাহানা করেন। কোন উপায় না পেয়ে মঙ্গলবার সকালে কিশোরীরর বাবা বাউফল থানায় অভিযোগ করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কিশোরীর বাবা মঙ্গলবার থানায় মামলা করলে, ধর্ষক ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।