
একাদশ জাতীয় সংসদে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। তাদের এ বক্তব্যে সরকারিদল আওয়ামী লীগের সদস্যরা আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনের রোববার (১৬ জুন) বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে বিএনপির এমপিদের বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা বিতর্কে জড়িয়ে পড়লে সংসদ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব