টাঙ্গাইলে জনবান্ধব ও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) বলেছেন, এখন ১০০ টাকায় মিলবে পুলিশের চাকুরি। আগামী ১ জুলাই (সোমবার) টাঙ্গাইল জেলা পুলিশে কনস্টেবল পদে মাত্র ৩ টাকা মূল্যের ১ টি চালান ফরম ও ১০০ টাকায় মিলবে পুলিশের চাকুরি। এই ১০০ টাকা কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।
নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য আহবান করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। উল্লেখ্য, আগামী ১ জুলাই পুলিশ কনস্টেবল পদে টাঙ্গাইলের স্থানীয় পুলিশ লাইনে লোক নেয়া হবে। ইতিপূর্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।