হঠাৎ ৫ খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর ভিজিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৫ই জুন ২০১৯ ১০:২১ পূর্বাহ্ন
হঠাৎ ৫ খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর ভিজিট

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি পরিদর্শন করেন। খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, ‘মন্ত্রীমহোদয় শুক্রবার রাজশাহী বিমানবন্দর থেকে সড়ক পথে নওগাঁ যাওয়ার সময় হঠাৎ রুট পরিবর্তন করে গোদাগাড়ী হয়ে নাচোল আসেন। আসার পথে তিনি গোদাগাড়ী, আমনুরা ও নাচোল খাদ্য গুদাম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় রাজশাহী আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মনিরুজ্জামান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, ভাইস চেয়ারম্য্যন রেজাউল করিম বাবু, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, নাচোল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর