
প্রকাশ: ১৩ জুন ২০১৯, ৪:৪৫

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অনির্বাচিত জাতীয় সংসদে আ হ ম মুস্তফা কামাল মোটা অঙ্কের ঘাটতি বাজেট পেশ করেছেন তা বাস্তবতা বিবর্জিত। গত বছরের বাজেটও সরকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি। এবারের প্রস্তাবিত বাজেটও সরকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে না। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো প্রাথমিক প্রতিক্রিয়ায় এ তিনি এসব কথা বলেন। জামায়াতের পক্ষ থেকে আরও বিস্তারিত প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও প্রতিক্রিয়ায় জানানো হয়।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব