আগৈলঝাড়ায় চাচার উপর সন্ত্রাসী হামলা, ভাতিজা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই জুন ২০১৯ ০৬:২৫ অপরাহ্ন
আগৈলঝাড়ায় চাচার উপর সন্ত্রাসী হামলা, ভাতিজা গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় চাচা আহত ভাতিজার হাতে।  চাচার মামলা দায়ের করায় ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের জলিল মোল্লার সাথে বাড়ির জায়গা নিয়ে তার ভাই বেলায়েত মোল্লার সাথে বিরোধ চলে আসছিলো।

গত সোমবার জলিল মোল্লা বাড়িতে ঘর তুলতে গেলে  বেলায়েতের ছেলে ভাতিজা ওমর মোল্লা ও তার লোকজন তাকে বাধা দেয়। উভয়ের বাক বিতন্ডার এক পর্যায়ে ভাতিজা ওমর চাচা জলিলের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।

এসময় জলিলের কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। হামলায় জলিলের তিনটি দাঁত ভেঙ্গে যায়। ওই ঘটনায় আহত জলিল মোল্লা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করেন, নং-১০(১৩.৬.১৯)। ওই মামলায় প্রধান অভিযুক্ত ভাতিজা ওমর মোল্লা (২৫) কে বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব