ভোলার বোরহানউদ্দিনে তেলবাহী লড়ির চাপায় সাফিজল ফরাজী(৪০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জ বাজারের কাছে ওই দূর্ঘটনা ঘটে। সাফিজল ফরাজী উপজেলার টবগী ইউনিয়নের পক্ষিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের উদয়পুর রাস্তার মাথা এলাকার আনিসুক হক ফরাজীর ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান,ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জ বাজারের নিকট ভোলা থেকে চরফ্যাশনগামি তেলবাহি লড়ি চরফ্যাশনের দিকে যাচ্ছিলো। বোরহানউদ্দিনে দিকে চলমান সাফিজল ফরাজীকে বহনকারী মোটর সাইকেলকে ওই স্থানে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেল ধুমড়ে-মুচড়ে সাফিজল মারাক্তক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক লড়িটিকে জব্দ করেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।