ইন্দুরকানীতে মটর বাইক দুর্ঘটনা একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই জুন ২০১৯ ০৩:০১ অপরাহ্ন
ইন্দুরকানীতে মটর বাইক দুর্ঘটনা একজন নিহত

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৬০) নামের একজন নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় পিরোজপুর সন্যাসী সড়কের আউড়াপোল  বাস্টাপিজে এই দুর্ঘটনা ঘটে। বালিপাড়া থেকে একটিমোটর সাইকেল বেপরোয়া ভাবে চালিয়ে আসছিল ছাকিব নামের এক জন ছাত্র সে ইন্দুরকানী সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষে পড়ে। মনিরুল রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির বাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে যায় মটর সাইকেল এতে চালক ছাকিবসহ দুজনই মারাতক আহত হন।

ছাকিব এবং মনিরুলকে সংকটাপন্ন অবস্থায় স্থানিয়রা  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে  মনিরুল মারা যান, মনিরুল উপজেলার আউড়াপোল নিবাসি আফছার গাজির ছেলে। এরিপোর্ট লেখা পর্যন্ত সাকিব খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তার। ছাকিবের পিতা মাওলানা আবুছালে তার গ্রাগেম বাড়ি বাগেরহাট জেলায়,তারা ইন্দুরকানিতে বসবাস করছে। 

ইনিউজ ৭১/এম.আর