কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, লাশটি সৈকতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার। স্থানীয় ও পুলিশের ধারনা লাশটি কোন জেলের হতে পারে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুল আলম জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি জেলের কিনা নিশ্চিত করে বলা যাচ্ছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।