যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যার সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবের উপর হামলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিটির সাধারন সম্পাদক মিলন সরকার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট, সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক রাসেল কবির মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজী মো.ইমরান, সদস্য সাইফুল ইসলাম রয়েল, সদস্য জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান। উল্লেখ্য, গত সোমবার রাত ৯ টার দিকে মৎস্য বন্দর আলিপুর চৌরাস্তা সংলগ্ন অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা অফিসে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে নাসির বিপ্লবসহ ০৬ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার রাতেই ০৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।