পেটে করে ইয়াবা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ একটি ফ্লাইট থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১২জুন) রাতে আটকের বিষয়টি বিমানবন্দর আর্মড পুলিশ নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো মিয়ানমারের নাগরিক নজরুল ইসলাম ও জোবায়ের।
সূত্র জানায়, বুধবার রাতে কক্সবাজার থেকে আসার পর বিমানবন্দরে তাদের আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে প্রায় নয় হাজার পিছ ইয়াবা বের করা হয়। আটককৃত দুই জনের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।পুলিশ বলছে, টেকনাফ থেকে নিয়ে আসা প্রায় ৪৫ লাখ টাকার ইয়াবাগুলো ঢাকার দয়াগঞ্জ এক ব্যবসায়ীর কাছে তাদের পৌঁছানোর কথা ছিল। এ বিষয়ে বিস্তারিত বৃহস্পতিবার (১৩ জুন) রাত ২টায় বিমানবন্দরের এপিবিএন অফিসে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।