ভোলার বোরহানউদ্দিনে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে উপহার হিসেবে ৮ জন প্রতিবন্ধি ৮ টি হুইল চেয়ার পেয়েছেন। রোববার সকালে স্থানীয় এমপি’র বাসভবন প্রাঙ্গণে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধিদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, আ’লীগ সরকার প্রতিবন্ধিদের কল্যাণে বিভিন্ন ভাতা সহ চাকুরী ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধিরা কখনওই সমাজ বা রাস্ট্রের বোঝা না। তারাও সুযোগ পেলে রাস্ট্রের জন্য সামান ভূমিকা রাখতে পারে।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সমাজসেবা কর্মকর্তা মো.বাহাউদ্দিন সহ সরকারি-আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কমকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।