
প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৭:১৩

পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ও ব্রাহ্মণবাড়িয়ার জেলার ম্যাজিস্ট্রেট হায়াত-উদ দৌলা খাঁনের নির্দেশনায় রমজানের পবিত্রতা রক্ষায় এবং নিরাপদ ইফতার সামগ্রী সরবরাহের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত
অস্বাস্থ্যকর সেমাইভাজা, ফ্লোরে বসে নোংরা হাতে ময়লা পানি মিশানো এবং সেমাইয়ের উপর নোংরা জামা-কাপড় শুকাতে দেয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য একটি সেমাই কারখানায় নিজ সরাইলে পরিবেশ ভাল ছিল কিন্তু সেমাই ঢেকে না রাখা এবং ময়লা হাতে ব্যবস্থাপনার কারণে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্হিত ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গৌরপদ সাহা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

ইনিউজ ৭১/এম.আর