পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যানবাহন ছাড়াও হেলিকপ্টার কেনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব জরুরি ভিত্তিতে সরবরাহ করার পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (২৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে কমিটির সদস্য মো. মুজিবুল হক, ফখরুল ইমাম এবং ফজিলাতুন নেসা বৈঠকে অংশ নেন।
জানা যায়, বৈঠকে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রকল্পগুলো জননিরাপত্তার স্বার্থে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম জানান, উন্নত দেশ ছাড়াও উন্নয়নশীল প্রায় সব দেশে পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে। অপরাধী ধরার কাজেও এটি ব্যবহার হয়। কিন্তু আমাদের দেশের পুলিশের জন্য কোনো হেলিকপ্টার নেই। এ কারণে বৈঠকে পুলিশের জন্য হেলিকপ্টার কেনার সুপারিশ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।