
প্রকাশ: ২৯ মে ২০১৯, ২:১৫

প্রাণ কারি পাউডার ভেজালমুক্ত বলে জানিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পুনরায় নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পণ্যটি। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক। তিনি জানান, পুনরায় পরীক্ষা শেষে তিনটি খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করেছে বিএসটিআই। তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এর মধ্যে এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের কারি পাউডার রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব