ঈদের বোনাসের দাবিতে ভাড়াটিয়াদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে মে ২০১৯ ০৯:০৩ অপরাহ্ন
ঈদের বোনাসের দাবিতে ভাড়াটিয়াদের মানববন্ধন

ঢাকার দুই সিটি করপোরেশনের কাছ থেকে ঈদ উপলক্ষে বোনাস চেয়ে মানববন্ধন করেছে ভাড়াটিয়ারা। তাদের দাবি, বোনাস উপলক্ষে দুই মাসের ভাড়ার সমপরিমাণ বোনাস। ২৮ মে, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ভাড়াটিয়া পরিষদ নামক একটি সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভাড়াটিয়ারা তাদের উপার্জনের সব টাকা নগরের উন্নয়নের জন্য ব্যয় করে, যার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা নগর কর্তৃপক্ষ পেয়ে থাকে।

বক্তারা বলেন, প্রত্যেক বাড়ির হোল্ডিং নম্বর অনুযায়ী বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য একটি ব্যাংক হিসাব খুলবেন। ওই নম্বরে ভাড়াটিয়া বাড়ি ভাড়ার টাকা জমা করবেন। বিদ্যুৎ, গ্যাস, হোল্ডিং ট্যাক্স ও সরকারি অন্যান্য ট্যাক্স কাটবে এবং অবশিষ্ট টাকা বাড়িওয়ালারা ভোগ করবেন। আশা করা যায়, এ পদক্ষেপে সিটি করপোরেশনের প্রচুর আয় হবে। যা থেকে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ভাড়াটিয়াদের দুই মাসের ঈদ বোনাস প্রদান করতে পারবে। যেহেতু ভাড়াটিয়ারা তাদের আয়ের সিংহ ভাগ বাসা ভাড়ায় ব্যয় করে, তাই এটা তাদের প্রাপ্য অধিকার। সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার এতে সভাপতিত্ব করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব