
প্রকাশ: ২৮ মে ২০১৯, ২:৪৯

বরিশালে প্রচন্ড তাবদাহ ও লোডশেডিংয়ের ভেল্কিবাজীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। তীব্র ভ্যাপসা গরমে মানুষ অস্থিরতার মধ্যে কষ্টে দিনাতিপাত করছে। একদিকে গরম অপরদিকে লোডশেডিং কোনটা সহ্য করবে মানুষ। এমন ভয়াবহ গরমে মানুষ কুলকিনারা হারাচ্ছে। অপরদিকে দুপুর হওয়ার আগেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর ১০টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস। নগরীর বিভিন্ন বর্তমানে প্রচন্ড তাপদাহ চলতে থাকায় এলাকায় পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় অনেক টিউওয়েলে অল্প অল্প করে পানি উঠছে। কোথাও কোথাও টিউবওয়েল একেবারেই অকেজো হয়ে পড়েছে। তবে গত কয়েকদিন ধরেই নগরবাসীর পানির চাহিদা মেটাতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব