উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে মে ২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদকে সামনে রেখে মার্কেট গুলোতে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সিন্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা)কামরুন্নেছা বেবি, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী,কোটবাজার বণিক সমিতির সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী সহ কমিটির অন্য সদস্যবৃন্দ।

ইনিউজ ৭১/এম.আর