মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখার কারণে রাজধানীর বেইলী রোডের কেএফসি রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপির নেতৃত্বে কেএফসিতে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এ সময়, রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন পেলেও, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পাওয়া যায়। এ কারণে কেএফসিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্কও করে দেয়া হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি বলেন, 'আমরা মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পেয়েছি। মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি আমলযোগ্য অপরাধ। তাই এই অপরাধটিকে আমরা আমলে নিয়ে কে এফ সি বেইলী রোড শাখাকে ৪ লাখ টাকা জরিমানা করেছি।' এর আগে, সকালে শান্তিনগরে আদালতে নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে, সেখানকার কোনো দোকানে এসব পণ্যের একটিও পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।