কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ রবি আলম নামক এক যুবককে আটক করেছে। রোববার দিবাগত আড়াইটার দিকে পশ্চিম হলদিয়াপালং গ্রামে বাড়ী তল্লাশী করে মোজাফফর আহমদের ছেলে রবি আলম (১৮) কে আটক করে। পুলিশ জানায়, সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
ওই সময়ে একটি বড় ধরনের ইয়াবার চালান তার বাড়ীতে আসার কথা ছিল।এএসআই দিদার জানান, উক্ত সংবাদের ভিত্তিতে রবি আলমকে আটক করে তার দেহে তল্লাশী চালিয়ে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রবি আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।