সরাইল উপজেলার নাকের ডগায় পানি!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে মে ২০১৯ ০১:৪৩ অপরাহ্ন
সরাইল উপজেলার নাকের ডগায় পানি!

সরাইল হাসপাতাল মোড়ের বাইপাস সড়কটি ২০১৫ সালে আমি সহ কয়েকজন ব্যবসায়ীদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মান করা হয়, কিন্তু দুঃখের বিষয় সড়কটি নির্মানের দুই বছরের মধ্যে বৃষ্টির পানি জমে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, এই সড়কটি উপজেলা সদরে প্রবেশ করার একমাত্র বাইপাস সড়ক।

সড়কটি নষ্ট হওয়ার কারনে যানযট সহ প্রতিদিনই ঘটছে নানা দূর্ঘটনা এবং স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ পথচারিদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, অথচ এই সড়কটি দিয়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের গাড়ি প্রতিদিনই চলাচল করছে তারপরও এই সড়কটি সংস্কার করার কোন উদ্যোগ নেওয়া হয়নি! ভুক্তভোগি এলাকাবাসি এই সড়কটি অতিশীঘ্রই সংস্কার করার দাবি জানাচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর