
প্রকাশ: ২৭ মে ২০১৯, ২:২৭

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেপরোয়া গতির একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে শিরিন (৫৫) বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উত্তর সারুয়া গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার এলাকায় শিরিন বেগম নামে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বেপরোয়া গতির ইজিবাইক এসে তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল পাঠানো প্রক্রিয়া চলছে। এবিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ইজিবাইক অটোরিক্সা চলাচলে বিধি নিষেধ থাকলেও তা কিছুতেই কমছে না। বরং প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়ক মহাসড়কে দিন দিন বাড়ছে ব্যাটারী চালিত তিন চাকার নিষিদ্ধ যানবাহন গুলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে চাঁদাবাজী ও দূর্ঘটনার পরিমান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব