কলাপাড়ায় বাথরুমের পানি ভর্তি বালতির মধ্যে ডুবে জিদনি নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১টা ৩০ মিনিেিটর দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিদনী নাচনাপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বাথরুমের ভিতরে ২৫ লিটারের একটি বালতিতে পানি ভরা ছিল। ঘরের সকলের অগোচরে জিদনী বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়।
ঘরের মধ্যে জিদনীর সাড়া না পেয়ে অনেক খোঁজাখুজির পরে বাথরুমের বালতির পানির মধ্যে তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক জিদনীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জিদনীর মুত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।