ইন্দুরকানীতে মা দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই মে ২০১৯ ০৩:৪৯ অপরাহ্ন
ইন্দুরকানীতে মা দিবসে আলোচনা সভা

ইন্দুরকানীতে বিশ্ব মা দিবস পালিত। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া। দিনটি উপলক্ষে দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

এরই ধারা বাহিকতায়  ১২ মে রবিবার সকালে ইন্দুরকানীতে বিশ্ব মা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে ইন্দুরকানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাতের সভাপতিত্বে  সভায় বক্তব্য দেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন,ইন্দুরকানী প্রেক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম,উপজেলা জাতিয়পার্টি (জেপি)সাধারণ সম্পাদক হারুনার রশিদ পান্না, ইন্দুরকানী উপজেলা সহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম,উপজেলা মৎস ফিল্ড অফিসার নজরুল ইসলাম,মহিলা নেত্রী নাজনিন আক্তার প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মরুফুল ইসলাম সহ  উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত  মহিলা নেত্রী বৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব