কক্সবাজারে দগ্ধ হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই মে ২০১৯ ০১:০৩ অপরাহ্ন
কক্সবাজারে দগ্ধ হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

কক্সবাজার শহরে বসতঘরে অগ্নিকাণ্ডে শিশুসহ দুইজন নিহত এবং দমকল বাহিনীর কর্মীসহ চারজন আহত হয়েছে। শনিবার রাত পৌনে ১০ টার দিকে কলাতলীর লাইট হাউস পাড়ায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, আতিকুর রহমান (৩৫) ও আব্দুল মোনাফের মেয়ে সাদিয়া (৫)। এসময় তিনটি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস। ইদ্রিস বলেন, শনিবার রাত ৯ টার দিকে স্থানীয়দের কাছ থেকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউজ পাড়ায় বসতঘরে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই ৩ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে।

পরে আধা ঘণ্টার বেশি চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ২ জন অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকল বাহিনীর ৩ জন কর্মীও সামান্য আহত হয়েছে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘স্থানীয় আব্দুল মোনফের বসতঘরে আগুনের সূত্রপাত হলেও কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ঘটনার ব্যাপারে দমকল বাহিনী ব্যাপক খোঁজ খবর নিচ্ছে বলে জানান ইদ্রিস। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরই ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা সম্ভব হবে।

ইনিউজ ৭১/এম.আর