সরাইলের হাজারো বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১২ই মে ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
সরাইলের হাজারো বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে

বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত থাকার পরও ভোগান্তির শেষ নেই সরাইল উপজেলার হাজার হাজার গ্রাহকের। এই রমজানে তীব্র গরমে বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। গত দুইদিন যাবত রাতে ও দিনে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলার মানুষ। অথচ 'আলোর জনপদ' খ্যাত আশুগঞ্জ থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাচ্ছে জাতীয় গ্রীডে। স্থানীয়দের অভিযোগ, ঝড় বৃষ্টি ও রাস্তা সংস্কার কাজের দোহাই দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে সরাইলের পিডিবি।আশুগঞ্জ  থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের চাহিদা মেটালেও উৎপাদনস্থলের পাশে উপজেলা সরাইলের মানুষ থাকেন ঘন্টার পর ঘন্টা অন্ধকারে। যেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রস্থলে ভোগান্তিতে গ্রাহকরা। এযেনো বাতির নীচে অন্ধকার!

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ কায়কোবাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন হওয়া স্বত্বেও এমন হওয়ার প্রশ্নই উঠেনা। সামান্য ঝড় বৃষ্টিতে উপজেলা সদরের বাহিরে গড়ে কখনো ৭/৮ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। এছাড়া ১০/১৫ মিনিট পরপরই বিদ্যুতের ভোগান্তিতে জনজীবন অতিষ্ট পড়েছে। রোজার মাস এমন করে বিদ্যুৎ আসা যাওয়ার কারনে শিক্ষার্থী শিশু বৃদ্ধরা পড়েছে বিপাকে, এর প্রতিকার হওয়া দরকার। সরাইল হাসপাতাল মোড়ের ব্যবসায়ী মোঃ ফয়সাল আহাম্মেদ দুলাল  জানান, পবিত্র রমজান মাসে বিদ্যুতের চরম বিড়ম্বনা নিয়ে মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে। বিদ্যুতের এমন বেহাল অবস্থা অতিতে কখনো ছিলনা।

সামান্য বাতাসে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আকাশে সামান্য মেঘ দেখা গেলেই বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে হয় ঘন্টার পর ঘন্টা। আর গ্রাহকরা যাতে অভিযোগ করতে না পারেন, এ জন্য অফিসের জরুরী নাম্বারগুলো ব্যস্ত রাখা হয় সর্বদা।তিনি বলেন, গ্রীডে সমস্যা, জাম্পার পুড়ে গেছে, ফিউজ কেটে গেছে, বাতাসে লাইন ছিড়ে গেছে, লোকবল নেই- এমন মুখস্থ উত্তর সব সময়ের জন্য নিয়ন্ত্রন কক্ষের।এতো আছেই, তার উপর আজ কয়েক দিন হয় বিদ্যুৎ আসা যাওয়া খেলা কবে শেষ হবে আর মানুষ বিদ্যুৎ ভোগান্তি থেকে মুক্তি পাবে। এ ব্যপারে সরাইল বিদ্যুৎ বিতরণের নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুল ইসলাম এ প্রতিবেদকে জানান, সরাইল-আশুগঞ্জের পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে বিদ্যুৎতের সমস্যা হচ্ছে, এখন ব্রাহ্মণবাড়িয়া ফিটার থেকে লাইন চালু রাখা হয়েছে। উদ্বর্তন কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হয়েছে তবে এ সমস্যা থাকবেনা।

ইনিউজ ৭১/এম.আর