আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রোববার বিকেল থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং পরদিন সোমবার বৃষ্টি আরও বাড়তে পারে। শাহীনুল জানান, ঢাকা ছাড়া অন্যান্য বড় বড় শহরের ওপর দিয়ে বর্তমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পূর্বভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।