ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ঘাটে লঞ্চের ধাক্কায় পন্টুন ধুমড়ে-মুচড়ে কাত হয়ে হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করছেন। এছাড়া পল্টুনে দাঁড়িয়ে থাকা প্রায় ৫০ জন লোক পানিতে পড়ে যায়। ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৩ ল টি শুক্রবার রাত সাড়ে ৭ টায় হাকিমউদ্দিন ঘাট থেকে যাত্রী তোলার প্রতিযোগীতায় পল্টুনে সজোড়ে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। একই ঘাট থেকে ছেড়ে আসা এমভি ফারহান লঞ্চকে অতিক্রম করে ওই ঘাট থেকে আগে যাত্রী নেয়ার প্রতিযোগীতায় নিয়ন্ত্রনহীন ধাক্কার ফলে ওই ঘটনা ঘটে।
ওই ঘটনার পরপরই বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা ঘটনাস্থল পরির্দশন করেন। শুক্রবার দিবাগত রাত ১ টা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা পন্টুন সড়িয়ে পন্টুনের নিচে আটকা পড়া ও নদীর তীরে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। থানা-পুলিশ জানায়, গুর”তর আহতদের রাতেই বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ২৪ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, একই ধরনের ঘটনায় এর আগে প্রাণহাণীর ঘটনাও ঘটেছে। কিন্তু লঞ্চের যাত্রী নেয়ার প্রতিযোগীতার লাগাম আরো বাড়ছে। তারা প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করেন। বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান ওই ঘটনায় বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। এছাড়া কেউ অভিযোগ করেনি। ইউএনও খালেদা খাতুন রেখা জানান, অনাকাঙ্খিত কোন প্রাণহানী ছাড়া উদ্ধার কাজ শেষ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বির”দ্ধে বিআইডব্লিউটিএ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।