বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সংগঠকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০১৯ ০৫:২০ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সংগঠকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নাঈম শরীফ(২৭) নামের এক সামাজিক সংগঠকের মৃত্যু হয়েছে। নাঈম শরীফ উপজেলার টবগী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের মাওলানা আব্দুল হাই শরীফের ছেলে। মৃত নাঈম ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, রক্তদান সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার সাথে যুক্ত ছিল। 

নাঈমের বড় ভাই মো. আতিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাদের বাসার মেইন লাইনে সমস্যা দেখা দেয়। আতিক ও নাঈম বিদ্যুতের লাইনের খুঁটির কাছের সংযোগ আগলা হয়ে গেছে ভেবে বাঁশ দিয়ে সংযোগ ঠিক করতে যায়। বাঁশটি কাঁচা ও ভিজা থাকায় নাঈম মারাক্তকভাবে তড়িতাহত হয়। স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নাঈমের আকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম ও ছাত্র কল্যাণ ফাউন্ডেশন পরিবার, বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটি, বিনামূল্যে রক্তদানের সংগঠন সেবার নেতৃবৃন্দ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভিন্ন শ্রেণি পেশার লোকের স্মৃতিচারণ ও শোক প্রকাশ ছিল লক্ষনীয় মাত্রায়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব