নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না মাংস, চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০১৯ ০৪:০৩ অপরাহ্ন
নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না মাংস, চলছে অভিযান

রমজান উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আরও বেশি দামে। নগরীর অধিকাংশ দোকানে নির্ধারিত মাংসের দর ঝুলানো থাকলেও ৫৫০ টাকা বা তার বেশি দামে প্রতিকেজি মাংস বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে বাজার তদারকি টিম।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত রাখায় বেশ কিছু মাংসের দোকানকে জরিমানা করা হয়। এ অভিযানে কয়েকটি মাংসের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- মিরপুর মডেল থানার বড় বাগ কাঁচা বাজারে মা গোস্ত বিতান ৩৮ ধারায় ৫০০০ টাকা রানা গোস্ত বিতান ৩৮ ধারা ৩০০০ টাকা নাসিরের মাংসের দোকান ৩৮ ধারা ৫ হাজার টাকা, পীরেরবাগ অলি মিয়ার কাঁচা বাজার ছাত্তারের মাংস বিতান ৩ হাজার টাকা চার প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা।

ফাহমিনা আক্তার আদাবর থানা তিন প্রতিষ্ঠান ৫৫ হাজার টাকা শাহনাজ সুলতানা আট প্রতিষ্ঠান ৮৭ হাজার টাকা তিন তদারকিতে মোট ১৫ প্রতিষ্ঠানকে এক লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব