
প্রকাশ: ৭ মে ২০১৯, ২:৬

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শরবত খাওয়ানোর চেষ্টার পর থেকে জুরাইন এলাকায় পানির সংকট বেড়েছে বলে অভিযোগ করেছেন ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান। তিনি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন পানির সংকট অনেক বেশি। এই সংকট দ্রুত সমাধান করতে হবে। পানি সংকটের কারণে যদি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, এর দায় সরকারকে নিতে হবে। মঙ্গলবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ আয়োজিত এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ওয়াসার সুপেয় পানির জন্য পাঁচটি দাবি উত্থাপন করেন। এসব দাবির সঙ্গে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতা ও পেশাজীবিরা একমত পোষণ করেন। এছাড়া গণশুনানিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগতরা নিজ নিজ বাসাবাড়িতে ওয়াসার সরবরাহ করা পানির নমুনা নিয়ে আসেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব