ভোলার বোরহানউদ্দিনে সোমবার প্রকাশিত দাখিল(এসএসসি সমমান)পরীক্ষার ফলাফলে উপজেলার ৩৮ টি মাদ্রাসার মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ে অন্য কোন প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেনি। প্রায় শতবর্ষ বয়সী ওই মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ জানান, সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে ৬২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দেন এবং সবাই পাশ করেছে। এদের মধ্যে দুই জন সাধারণ বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষার্থীদের সামর্থমাফিক পাঠদান ও যথাযথ পরিচর্চার ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী জানান, শিক্ষার্থীদের দশম শ্রেণির মাঝামাঝি সময়ে আমাদের শিক্ষকদের নিয়ে মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করি। শিক্ষকদের ঐকান্তিক সহযোগীতায় ওই পরিকল্পনা বাস্তবায়ন ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী রাখার ফলে শতভাগ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।