বাউফলে রোলারে চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০৪:১৬ অপরাহ্ন
বাউফলে রোলারে চাপায়  শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাফেলতির কারনে রাফিয়া (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রাফিয়ার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আজ রোববার সকালে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাঁকা সড়কে রোলার দিতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় জনরোষের ভয়ে রোলার চালক নুর হোসেন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বকালাইয়া পাঁকাসড়কের রক্ষাণাবেক্ষণের আওতাধীন সড়কটি কার্পেটিংয়ের কাজ নেয় ঠিকাদার প্রতিষ্ঠান রোদেলা এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সড়কটির উন্নয়ন কাজে নিয়োজিত উপ-প্রকৌশলী শহিদুল ইসলাম কাজটির তদারকি করেন। গতকাল রোববার সকালে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিন স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রোলার চালক নুর হোসেন সড়কে রোলার দেয়ার কাজ করতেছিল। সড়কের পাশেই শ্রমিক জামালের বাড়ি। সে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। তার স্ত্রী রুমা বেগম ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এর এক ফাঁকে শিশু রাফিয়া ওই রোলারের শব্দ শুনে দেখতে যায়।

রোলার চালক চালাতে গিয়ে পিছনে না তাকিয়ে রোলারকে ব্রাক ঘিয়ারে নিলে শিশু রাফিয়া রোলারের নিচে পড়ে পিষ্ট হয়ে মাথা চুরমার হয়ে যায়। শিশুকে খুঁজতে এসে মা রুমা বেগম শিশুর লাশ দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসি ভিড় জমায়। এসময় চালক নুর হোসেন দ্রুত পালিয়ে যায়। নিয়মে রয়েছে সড়কটি উন্নয়নের সময়ে উপজেলা প্রকৌশলী ও উপ সহ-প্রকৌশলী সড়কের কাজের মান নিয়ন্ত্রণ করবেন। কিন্তু রোলার দেয়ার সময়ে বাউফল উপজেলা প্রকৌশলীর অধিদপ্তরের কেউ ওই সড়কের তদারকিতে উপস্থিত ছিলেন না বলে এলাকাবাসি জানায়।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, রোলার দেয়ার সময়ে কেউ থাকে না, রোলার দেয়ার পরে তদারকি হয়। এ বিষয়ে রোলার চালক নুর হোসেন বলেন, সড়কে রোলার দেয়ার সময়ে সামনে পিছে নিতে হয়, কিন্তু পিছনে নেয়ার সময়ে দৌড়ে এসে কখন পড়েছে সে টের পায়নি। বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়ছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব