পিরোজপুরে ঘূর্ণিঝড় ফণীর কবলে পড়ে নতুন বৌ বিয়ে করে নিজ বাসায় না ফিরে সাইক্লোন শেল্টারে রাত কাটিয়েছে এক বর ও তার সঙ্গীয় লোকজন। শুক্রবার এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দুপুরে পিরোজপুর থেকে একটি বাস ও একটি মাইক্রোবাসে করে প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে একই জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাদুরা গ্রামে বিয়ে করতে যান মো. শফিকুল ইসলাম নামে এক গার্মেন্ট ব্যবসায়ী।
এরপর বিয়ের কার্যাদি শেষ করে সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে ঘূর্ণিঝড় ফণীর কবলে পড়েন বরযাত্রীরা। একপর্যায়ে চরখালী ফেরি ঘাটে পৌাছালেও ফেরি কর্তৃপক্ষ নদী উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়। প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফেরি ঘাটের কাছেই মঠবাড়িয়া-চরখালী সড়ক সংলগ্ন ১৯নং চরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে যান তারা।
উপয়ন্তর না পেয়ে শেষমেষ সাইক্লোন সেল্টারেই রাত্রি যাপন করেন নতুন বর-বৌসহ বরযাত্রীরা। শনিবার সকালে ওই সাইক্লোন শেল্টারে গিয়ে এমন অবস্থা দেখা যায়। তারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় আড়াইশ মানুষ ওই সাইক্লোন শেল্টারে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।