জেনে নিন, যেসব জেলায় আঘাত হানবে ‘ফণী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ১১:১৯ অপরাহ্ন
জেনে নিন, যেসব জেলায় আঘাত হানবে ‘ফণী’

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণীর' শক্তি বৃদ্ধি পেয়ে ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে দুপুর নাগাদ ভারতের পুরীর দিকে আঘাত হেনেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৩ মে) সন্ধ্যা বা মধ্যরাতে বাংলাদেশে অবস্থান করবে ঘূর্ণিঝড় ফণী তখন এর গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার।

বাংলাদেশের বেশকিছু জেলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। জেলাগুলো হলো- বরগুণা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, পিরোজপুর, ঝালকাঠী, চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব