ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল মাগুরা হতে ক্রয় করে ফরিদপুর ও পাশ্ববর্তী জেলায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে এবং গত ৩০/০৪/২০১৯ ইং তারিখ সন্ধায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র একটা বড় ধরনের মাদকের চালান বিক্রয়ের জন্য ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে নিয়ে আসবে।
এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে ফরিদপুর-মাগুরা মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ৩০/০৪/২০১৯ ইং তারিখ ১৯.০০ ঘটিকার সময় মধুখালীর দিক থেকে আসা একটা হলুদ রংয়ের টাটা পিকাপকে থামার জন্য সংকেত দিলে পিকাপের চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে পিকাপটিকে রাস্তার উপর ঘেরাও পূর্বক পিকাপের চালক ১। মোঃ মাহাবুব ফকির(১৯), পিতা- মোঃ মান্নান ফকির, সাং- মধ্যজগদিয়া(০৯ নং ওয়ার্ড নগরকান্দা পৌরসভা), থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরকে আটক করা হয়। পিকাপটি তল্লাশী করে পিকাপের পেছনের বডির উপর থেকে বাশের চটার ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩৪৮(তিন শত আটচল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঐ সময় আসামীর হেফাজত থেকে ০১টি পিকাপ গাড়ি, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত ০২টি সিমকার্ডসহ ০১টি মোবাইল ফোন ও ১১৮০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল চুয়াডাঙ্গা ও যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও মাগুরার মাদক ব্যবসায়ী চক্রের নিকট হতে ক্রয় করে ফরিদপুর জেলার বিভিন্ন থানার ও পাশ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রির করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।