শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পরিবেশ আইন না মানায় দুটি ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও ইটভাটায় পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২টা থেকে দুই ঘন্টাব্যাপী উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র সহকারী সচিব মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশ অধিদপ্তর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার কার্তিকপুর গ্রামের মেষার্স ন্যাশনাল ব্রিক ফিল্ডের মালিক আজহার উদ্দিনকে ১লক্ষ টাকা ও মেষার্স এম আই ডি ব্রিক ফিল্ডকে ১লক্ষ টাকা জরিমানা এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ঠ ও চুলা বন্ধ করে দেওয়া হয়েছে।
জরিমানায় আদায়কৃত ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান,‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে ইটের ভাটা নির্মাণ, সরকারি অনুমোদনবিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি জমি কেটে অবৈধ ভাবে মাটি এনে ইটের ভাটায় মজুদ করে ইট প্রস্তুত করার অভিযোগে পরিবেশ আইন লঙ্গনের অপরাধে এ অর্থ দন্ড দেওয়া হয়। এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, ভূমি অফিস, ফায়ারসার্ভিস এন্ড ডিফেন্স ও পুলিশের সম্বনয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি টিম কার্তিকপুর এলাকায় অবস্থিত ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। পরিবেশ দ‚ষন মুক্ত ও রক্ষার জন্য এ অভিযান চালানো হয়েছে। পরিবেশ রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন। এম আই ডি ইটের ভাটার মালিক দেলোয়ার সিকদার জানান, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও কাস্টমস ভ্যাট দিয়ে বৈধ ভাবে ইট তৈরি করা হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।