আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার আমবৌলা গ্রামের আজাহার খানের ছেলে জিআর ১০৯/১৫ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. আক্তার খানকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে একই রাতে বাগধা ইউনিয়নের মধ্য চাঁদত্রিশিরা গ্রামের মৃত নজর আলী খানের ছেলে নিয়মিত মামলার আসামী আলম খান (৪৮) ও তার ভাই কালাম খান (৪৫) ও সিআর ১২/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মৌজে আলী বেপারীর ছেলে মোঃ তাছলিম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতমো. আক্তার খানকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও অন্যান্যদের বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।