সামাজিক ব্যাধি মাদক প্রতিরোধ, বাল্য বিয়ে প্রতিরোধ, ইউনিয়নের আরোপকৃত কর আদায় ও ভিক্ষুকমুক্ত ইউনিয়ন গঠনের জন্য ২নং বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাকাল হাট টল ঘরে স্থানীয় জনগন ও সুধী সমাজের নেতৃবৃন্দর মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
৩নং ওয়ার্ড ইউপি সদস্য বিনয় বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার,প্রেসক্লাব সভাপতি কে এম আজাদ, সমাজ সেবক মো. রব ফকির, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অরুণ মালাকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সান্তনা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক যতীশ বিশ্বাস, হরে কৃষ্ণ রায় পলাশ।
মতবিনিময় সভায় বক্তারা ইউনিয়নের আরোপিত কর শতভাগ আদায়, বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্তি দেয়া ও ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।