
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরমালিন বিরোধী অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে "মাছে ফরমালিনকে না বলুন" "ফরমালিন মুক্ত মাছ বাজার" এই শ্লোগানকে সামনে রেখে কসবা পুরাতন বাজারে উপজেলা মৎস্য অধিদপ্তেরর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমীন ফেরদৌসী প্রমূখসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। অভিযান শেষে এ বাজারটিকে ফরমালিন মুক্ত মাছ বাজার হিসেবে ঘোষণা করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
