বরিশালের আগৈলঝাড়ায় গাজাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে সময় উপজেলার দক্ষিন শিহিপাশা সাকিনের নান্নু সরদারের দোকানের সামনে থেকে এক গাজাসহ কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো দক্ষিন শিহিপাশা গ্রামের মৃত সোনামদ্দিন মীর ছেলে জামাল মীর (৪৬)। তাদের বিকাল সাড়ে পাঁচটার দিকে এসআই দেলোয়ারে নেতৃত্বে পুলিশ দশ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় ওই রাতেই এসআই দেলোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৮ (১০.৪.১৯)। গ্রেফতারকৃত জামাল মীরকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।