নগরের অক্সিজেন এলাকায় কওমি মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম হাবিবুর রহমান (১২)।বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার।পাঁচলাইশ ওয়ার্ড কমিশনার কফিল উদ্দিন খান বাংলানিউজকে বলেন, ওয়াইজেদিয়া শহীদুল্লাহ পাড়ায় বিদেশী অর্থায়নে গড়ে ওঠা ৬ তলা মাদ্রাসা ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটেছে। রাতে মাদ্রাসার অধ্যক্ষ পরিচয় দানকারী এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে ঘটনা সম্পর্কে অবহিত করে।তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের মরদেহ ঝুলতে দেখে বায়েজিদ থানায় খবর দেয়া হয়। তার পায়ে ক্ষত দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আতাউর বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি।এদিকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিক্ষুব্ধ এলাকাবাসী আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া নামের ওই মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলেন। এরই ধারাবাহিকতায় ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।কমিশনার কফিল উদ্দিন খান বলেন, মাদ্রাসাটিতে প্রায় ৩শ’ ছাত্র রয়েছে। মাদ্রাসার লোকজন ওই ছাত্রের বাড়ি খাগড়াছড়ির দিঘীনালায় বলে জানিয়েছে। তবে তাদের দেয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেও প্রকৃত অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।