‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই এপ্রিল ২০১৯ ১২:০৭ অপরাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৪ জনের মৃত্যু

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং মেহেরপুর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনকে মাদক কারবারি এবং একজনকে ডাকাত হিসেবে অভিহিত করা হয়েছে।র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুক জানান, আজ (১১ এপ্রিল) সকালে ঢাকার শহরের মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামের নিহত হয়েছেন। সেসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা মাদক উদ্ধার করা হয়।চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় আজ ভোর সোয়া ৫টার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন নামের এক ‘ডাকাত’ মারা গেছেন। সেসময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র এবং ১৪৫টি গুলি উদ্ধার কার হয়।

এছাড়াও বার্তা ইউএনবি জানায়, আজ ভোরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামের এক সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন। সেসময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ২টি গুলি এবং ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মেহেরপুরের গাংনি উপজেলায় ভোররাত সোয়া ২টার দিকে পুলিশ ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) নামের এক ‘মাদক কারবারির’ গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে। সেসময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।